মহানুভবতা শিক্ষায় জাতি আজ কোন দিকে?

শেয়ার করুন          ধনী ও গরিব সমন্বয়ে আমাদের সমাজ ব্যবস্থা।কেউ ভাবে সমাজ কে আন্তর থেকে,আর কেউ ভাবে লোক দেখানো যায় কিভাবে।ধরা যাক,সেই ভিক্ষুক নাজিম চাচার কথা, বর্তমানে বাংলাদেশের এক এবং অদ্বিতীয় ব্যাক্তি।যিনি গোটা সমাজের মহানুভবতার শিক্ষক রূপে আবির্ভূত,কারন এ সমাজের অনেক ধনী,সু সময়ে গুণীজন, সমাজ সংস্কারক,অনেক জনপ্রতিনিধিকে হার মানিয়েছেন।ভিক্ষায় জমানো টাকা ,যা হয়তো ছিল জীবনের শেষ সম্বল,জীবনের শেষ বয়সে একটা ঘর তৈরির স্বপ্ন।চাচার স্বপ্নতে হয়তো ছিল না উচ্চ বিলাসীতা,নেক নিয়ত ছিল বলে বিওবান ব্যাক্তিকে টপকিয়ে মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউ,এন এর ত্রান তহবিলে দশ হাজার টাকা জমা দিয়ে।অপর দিকে কিছু … Continue reading মহানুভবতা শিক্ষায় জাতি আজ কোন দিকে?